ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

খাদ্য উপদেষ্টা

‘উপযুক্ত মূল্য না দিলে কৃষি থাকবে না, ফসল উৎপাদন হবে না’

২০২৫ এপ্রিল ২৪ ১৬:৫৭:০৭
‘উপযুক্ত মূল্য না দিলে কৃষি থাকবে না, ফসল উৎপাদন হবে না’

ডুয়া নিউজ: কৃষকের মূল্য না দিলে কৃষি থাকবে না বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, “কৃষক পরিশ্রম করে ফসল ফলায়, তাকে যদি উপযুক্ত মূল্য না দেওয়া হয় তাহলে এই দেশে কৃষি থাকবে না, ফসল উৎপাদন হবে না। তাই আমরা চাই, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাক। যদি আমাদের একটু বেশি দিতেও হয়, তাতে মানুষ বা রাষ্ট্রের বড় কোনো ক্ষতি হবে না।”

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএসডি প্রাঙ্গণে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আলী ইমাম মজুমদার বলেন, “এবার সরকার চাল ও ধানের দামে ৪ টাকা করে বৃদ্ধি করেছে, যা কৃষকের স্বার্থকে বিবেচনায় রেখেই নির্ধারণ করা হয়েছে।”

খাদ্য উপদেষ্টা বলেন, “আমরা যখন ৪৯ টাকা কেজিতে চাল কিনছি, তখন বাজারে দাম বাড়বে এটাই স্বাভাবিক। যারা বাজার দর নিয়ে কথা বলেন তাদের অনুরোধ করব এই মূল্য বৃদ্ধিকে ইতিবাচকভাবে দেখার জন্য।”

সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, “গত আমন মৌসুমে কোনো সিন্ডিকেট হয়নি, এবারও আশা করছি হবে না। যদি হয়, ব্যবস্থা নেওয়া হবে। গতবার মিলাররাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা নিজেরাই তা বলেছে।”

আলী ইমাম মজুমদার বলেন, “এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বেড়েছে। গতবার বোরো মৌসুমে ১৩ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল, এবার সেটা ১৪ লাখ। ধানের ক্ষেত্রে ছিল ৩ লাখ মেট্রিক টন, এবার ৩.৫ লাখ মেট্রিক টন। আমরা বিদেশ থেকে আমদানি না করে স্থানীয় বাজার থেকেই সংগ্রহ বাড়াতে চাই।”

মিলারদের (চালকলমালিক) উদ্দেশ্যে খাদ্য উপদেষ্টা বলেন, “আতপ না সেদ্ধ চাল কেনা হবে। আমি বারবার এটা বলেছি, বুঝাতে চেয়েছি। যদি কেউ না বুঝেন, তবে সেটা আমার দুর্ভাগ্য।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে