ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

এবার হুমকি দিলেন মোদি

২০২৫ এপ্রিল ২৪ ১৬:৩৭:৫৯
এবার হুমকি দিলেন মোদি

ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের হত্যায় জড়িত হামলাকারী ও তাদের আশ্রয়দাতাদের শনাক্ত এবং বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মঙ্গলবার পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ২৬ জনকে গুলি করে হত্যা করে। যারমধ্যে অন্তত দুইজন পাকিস্তানি বলে দাবি করেছে ভারত।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহারে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে কাশ্মির হামলা নিয়ে কথা বলেন তিনি। ওই সময় মোদি হুমকি দিয়ে বলেন, “আমরা হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্তেও তাড়া করব।” তবে নিজের বক্তব্যে পাকিস্তানের নাম উচ্চারণ করেননি তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মোদির এ বক্তব্য পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে। হামলার পর গতকাল রাতে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত, পাকিস্তানিদের বিশেষ সুবিধা বাতিল ও পাকিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করার ঘোষণা দেয়। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এদিকে পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী আওয়েস লেখারি সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে ‘পানি যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া এটিকে ভারতের কাপুরুষচিত অবৈধ সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে তিনজন সন্দেহভাজন বিদ্রোহীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ এবং তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে তাদের শনাক্ত করা হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।সূত্র: রয়টার্স

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে