ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

টানা পতনে শেয়ারবাজারের সূচক ৫ হাজারের নিচে

২০২৫ এপ্রিল ২৪ ১৫:৩৫:৫৩
টানা পতনে শেয়ারবাজারের সূচক ৫ হাজারের নিচে

ডুয়া নিউজ : আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। টানা নয় দিনের দরপতনের ধাক্কায় ডিএসইর সূচক নেমে গেছে ৫ হাজার পয়েন্টের নিচে। যা বাজারের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাড়িয়েছে ৪ হাজার ৯৭২ দশমিক ৫৯ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ৪ দশমিক ০৯ পয়েন্ট।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ১৬ দশমিক ৫০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২২ দশমিক ৫১ পয়েন্ট কমেছে।

সূচকের বড় পতনের দিনেও ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ ডিএসইতে ৩৬৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩০০ কোটি ৬১ লাখ টাকার। অর্থাৎ ৬৬ কোটি ৫৩ লাখ টাকা বেড়েছে লেনদেন।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫২টির, কমেছে ৩০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৪১ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৫৬ দশমিক ৯৬ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৫৪ দশমিক ০২ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে