ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সর্বদলীয় বৈঠকের ডাক ভারতের

২০২৫ এপ্রিল ২৪ ১৫:১২:২৩
সর্বদলীয় বৈঠকের ডাক ভারতের

ডুয়া ডেস্ক: কাশ্মীরে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, একদিন আগে মোদির সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পরই সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কাশ্মীর পরিস্থিতি বিশ্লেষণ ও সম্ভাব্য সরকারি কৌশল নিয়ে আলোচনা হবে।

অভ্যন্তরীণ সূত্র বলছে, নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত বাস্তবায়নের আগে সরকার চাইছে সর্বদলীয় সমর্থন। তাই সংসদকে আলোচনার মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিরোধী দলগুলোকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। কাশ্মীর হামলার পটভূমি এবং সরকারের অবস্থান তুলে ধরবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এর মাধ্যমে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদি আজ বিহার সফরেও যাবেন, যেখানে তিনি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান নিয়ে ভাষণ দেবেন। পাশাপাশি নয়াদিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। অন্য রাজনৈতিক দলগুলোও নিজেদের অবস্থান নির্ধারণে বৈঠক করছে।

এদিকে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে প্রতিবেশী পাকিস্তানও। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) জরুরি বৈঠক ডেকেছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু এবং অন্তত ১৭ জন আহত হওয়ার ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদদের অভিযোগ তুলেছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

চলমান পরিস্থিতিতে আজকের বৈঠকগুলোর দিকে দৃষ্টি রাখছে পুরো উপমহাদেশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে