ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

পদত্যাগ করলেন কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্য

২০২৫ এপ্রিল ২৪ ১২:০৬:২৩
পদত্যাগ করলেন কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্য

ডুয়া ডেস্ক: শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, বৃহস্পতিবার এ দুই প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে, বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে এই দুটি পদে নতুন নিয়োগের লক্ষ্যে সার্চ কমিটি গঠনের কাজ শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত সংকট কাটিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালিয়ে নিতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে বলেও জানান মো. মামুন অর রশিদ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে