ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ভয়াবহ দাবানলের কবলে ইসরাইল, নেতানিয়াহুর জরুরি বৈঠক

২০২৫ এপ্রিল ২৪ ১১:৫৮:২৬
ভয়াবহ দাবানলের কবলে ইসরাইল, নেতানিয়াহুর জরুরি বৈঠক

ডুয়া ডেস্ক: ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরাইল। অতিরিক্ত গরম ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রেন চলাচল।

আনাদোলুর এক প্রতিবেদনে জানা গেছে, দাবানল প্রথম ছড়িয়ে পড়ে মধ্য ইসরাইলের মোশাভ তারুম এলাকায়। এরপর তা বেইত শেমেশসহ আশপাশের শহরগুলোতে বিস্তার লাভ করে। তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি মোকাবিলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে বসেছেন।

বেইত মেইর, এশতাওল এবং মেসিলাত জিওনের মতো শহর থেকেও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের ভয়াবহতায় অনেক চালক তাদের গাড়ি রাস্তায় ফেলে শহর ছেড়ে পালিয়ে গেছেন। জনসাধারণকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বিমানের মাধ্যমে পানি ছিটানো হচ্ছে। আগুন নেভাতে গিয়ে অন্তত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন ফায়ার সার্ভিসের কর্মী এবং দুজন বেসামরিক নাগরিক।

ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির মুখপাত্র জানান, ছয়টি জেলার ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাদের সহায়তায় আছেন ইসরাইলি সেনাবাহিনী, বিমান বাহিনী এবং উদ্ধারকারীরা। প্রায় ১১০টি অগ্নিনির্বাপক ইউনিট, ১১টি বিমান ও একটি হেলিকপ্টার আগুন নেভাতে নিয়োজিত রয়েছে।

রুট ১ এবং রুট ৬-এর মতো গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো আগুনের কারণে আংশিকভাবে বন্ধ রয়েছে। পাহাড়ি এলাকায় পর্যটকদের খোঁজে তল্লাশি চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে—রেহোভোটের কাছে মহাসড়কে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশে হেঁটে যাচ্ছে অসংখ্য মানুষ।

উল্লেখ্য, গ্রীষ্মকালে তীব্র গরম ও খরার কারণে ইসরাইলে দাবানলের ঘটনা নতুন নয়। তবে এবারকার আগুনের মাত্রা ও বিস্তার আগের তুলনায় অনেক ভয়াবহ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে