ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বন্ধু পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোম যাচ্ছেন ড. ইউনূস

২০২৫ এপ্রিল ২৪ ১০:৪৫:৩২
বন্ধু পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোম যাচ্ছেন ড. ইউনূস

ডুয়া ডেস্ক: রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে দোহা থেকে সরাসরি রোম যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বর্তমানে চার দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন তিনি। সেখান থেকে আগামী শুক্রবার রোমের উদ্দেশে যাত্রা করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক ছিল। সেই বন্ধুত্বের প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই তিনি এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী শনিবার রোমে অনুষ্ঠিত হবে।

শফিকুল আলম আরও বলেন, প্রধান উপদেষ্টার এ সফরে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ ছাড়া অন্য কোনো কর্মসূচি নির্ধারিত নেই। তিনি রোববার দেশে ফেরার কথা রয়েছে।

গত সোমবার ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন। তিনি টানা ১২ বছর ধরে রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে