ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

উত্থাপিত অভিযোগ অসত্য ও ভিত্তিহীন : এমজিআই

২০২৫ এপ্রিল ২৪ ০৯:৩৩:৩৪
উত্থাপিত অভিযোগ অসত্য ও ভিত্তিহীন : এমজিআই

ডুয়া ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) তাদের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগগুলোকে “মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে প্রত্যাখ্যান করেছে।

এক বিবৃতিতে এমজিআই জানায়, “আমাদের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই এবং আমরা তা দৃঢ়ভাবে অস্বীকার করছি।”

তারা আরও জানায়, স্থানীয় ও আন্তর্জাতিক যেকোনো স্বচ্ছ তদন্তেই প্রমাণিত হবে যে প্রতিষ্ঠানটি আইন ও নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। “আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কঠোর এবং নিয়মিত নিরীক্ষার (অডিট) আওতায় রয়েছে” বলে উল্লেখ করে এমজিআই।

বিবৃতিতে বলা হয়, আইএফসি, ডিইজি এফএমওসহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থার সঙ্গে অংশীদারিত্বই প্রমাণ করে যে এমজিআই নৈতিকতা, স্বচ্ছতা এবং আইন মেনে চলে।

তারা মনে করেন, “কিছু অভিযোগ স্পষ্টতই আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে। আমরা সংবাদমাধ্যমসহ সব অংশীজনকে দায়িত্বশীলতা বজায় রেখে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের আহ্বান জানাচ্ছি।”

এমজিআই আরও জানায়, ‘আমরা আমাদের সব সহকর্মী, অংশীদার, বিনিয়োগকারী, বাংলাদেশ সরকার এবং দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, যাঁরা আমাদের প্রতি আস্থা রেখেছেন। এই আস্থা আমাদের অনুপ্রেরণা, যা আমাদের সততা ও দৃঢ়তার সঙ্গে জাতীয় উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত করে।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: এমজিআই

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে