ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

পেহেলগাঁওয়ে হামলা

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ কঠোর পদক্ষেপ

২০২৫ এপ্রিল ২৪ ০৯:২২:২৬
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ কঠোর পদক্ষেপ

ডুয়া ডেস্ক: জম্মু ও কাশ্মিরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর পর প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (CCS) জরুরি বৈঠকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের সামনে এই পদক্ষেপগুলো ঘোষণা করেন।

ভারতের নেওয়া পাঁচটি পদক্ষেপ:

(১) সিন্ধু পানি চুক্তি স্থগিত: ১৯৬০ সালের ভারত-পাকিস্তান সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত রাখা হচ্ছে। যতদিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসে তার সমর্থন প্রত্যাহার করে, ততদিন চুক্তির কার্যকারিতা বন্ধ থাকবে।

(২) আট্টারি-ওয়াঘা সীমান্ত বন্ধ:

পাঞ্জাবের আট্টারি-ওয়াঘা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে এই সীমান্ত দিয়ে ভারতে অবস্থান করা পাকিস্তানিদের ১ মে’র মধ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

(৩) সার্ক ভিসা বাতিল: পাকিস্তানি নাগরিকদের জন্য ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’ স্থগিত করা হয়েছে। পূর্বে দেওয়া সব অনুমতিও বাতিল এবং বর্তমানে এই ভিসায় ভারতে অবস্থানকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

(৪) প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহার: ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত প্রতিরক্ষা, নৌ এবং বিমানবাহিনীর উপদেষ্টাদের ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। একইসঙ্গে দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে নিযুক্ত একই পদমর্যাদার কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে দেশ ছাড়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে।

(৫) ভারতীয় দূতাবাসে জনবল হ্রাস: ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কর্মীসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ১ মে ২০২৫ থেকে।

উল্লেখ্য, পেহেলগাঁওয়ের এই হামলায় নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক ছিলেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হামলাটি পরিকল্পিত এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পর্যটকদের লক্ষ্য করে চালানো হয়েছিল। ভারতের তিন বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই পদক্ষেপগুলো ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে শুধুমাত্র পররাষ্ট্র সচিব বিবৃতি প্রদান করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে