ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারের শৃঙ্খলা বজায় রাখতে যা বলেছে ডিবিএ

২০২৫ এপ্রিল ২৪ ০৬:৩৫:১১
শেয়ারবাজারের শৃঙ্খলা বজায় রাখতে যা বলেছে ডিবিএ

ডুয়া নিউজ: ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিবিএ) শেয়ারবাজারের শৃঙ্খলা বজায় রাখার এবং একটি সুস্থ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে ব্রোকারেজ হাউজগুলোকে আহ্বান জানিয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ডিবিএ-এর সচিব দিদারুল গনির স্বাক্ষরিত একটি বিবৃতিতে এই আবেদনটি প্রকাশ করা হয়েছে।

এদিকে, শেয়ারবাজারে চলমান মন্দার প্রতিবাদে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন বুধবার বিকেলে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে। বিনিয়োগকারীরা এই কর্মসূচিকে সমর্থন করার জন্য ব্রোকারেজ হাউজের কর্মকর্তা ও কর্মীদের ভূমিকা পালন করতে অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছে।

এর প্রেক্ষিতে ডিবিএ ব্রোকারেজ হাউজগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারপারসনদের উদ্দেশ্যে একটি সতর্কতামূলক বার্তা পাঠিয়েছে।

ডিবিএ-এর বিবৃতিতে বলা হয়েছে, "আমরা সকল সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিক আবেদন করছি, তারা বাজারের শৃঙ্খলা বা বিনিয়োগ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোন কার্যকলাপ থেকে বিরত থাকবেন।"

বিবৃতিতে ডিবিএ সকলের প্রতি আহ্বান আহ্বান জানিয়ে বলেছে, "শেয়ারবাজার এবং এর বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ স্তরের পেশাদারিত্বের সাথে কার্যক্রম পরিচালনা করুন।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে