ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করল ভারত; পানি সংকটের আশঙ্কা

২০২৫ এপ্রিল ২৩ ২৩:১২:০৫
পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করল ভারত; পানি সংকটের আশঙ্কা

ডুয়া ডিস্ক: কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে থাকা অভিন্ন নদী সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ সংস্থা কেবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস), জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পাহালগামে সংঘটিত ওই সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বিদেশি নাগরিকও রয়েছেন। হামলার প্রাথমিক তদন্তে পাকিস্তানভিত্তিক কিছু গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে নয়াদিল্লি সিন্ধু নদের পানি বণ্টন সংক্রান্ত চুক্তি বাতিলের ঘোষণা দেয়।

ব্রিটিশ শাসন শেষের পর ১৯৬০ সালে ভারত ও পাকিস্তান সিন্ধু নদের পানিবণ্টন নিয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছে। করাচিতে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনার একটি কাঠামো তৈরি হয়। রাজনৈতিক টানাপড়েন ও বৈরী সম্পর্ক সত্ত্বেও দীর্ঘ সময় ধরে এই চুক্তিটি কার্যকর ছিল এবং সময় সময় তা নবায়নও করা হয়েছে।

তবে এবার কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি অনির্দিষ্টকালের জন্য বাতিলের ঘোষণা দিয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কেবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস) এই সিদ্ধান্ত নিয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, এই সিদ্ধান্ত পাকিস্তানের বিপুল জনগোষ্ঠীর জন্য পানি সংকটের আশঙ্কা তৈরি করতে পারে। যদিও এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে