ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালকের ৫৬ ব্যাংক হিসাব জব্দ

২০২৫ এপ্রিল ২৩ ২২:৪৭:৫৭
পরিবারসহ বিজিবির সাবেক মহাপরিচালকের ৫৬ ব্যাংক হিসাব জব্দ

ডুয়া ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সাফিনুল ইসলাম, তার স্ত্রী সোমা ইসলাম ও ছেলে সামিন ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে মোট ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৫৩ টাকা রয়েছে।

আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এই ব্যাংক হিসাবের মধ্যে সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, লকার ও ক্রেডিট কার্ড রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত একটি নির্দেশনা জারি করেছেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম অভিযুক্তদের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজেদের ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্র থেকে দুদক জানতে পারে, অভিযুক্তরা তাদের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রে থাকা অর্থ স্থানান্তরের চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে অর্থ হস্তান্তর বা বেহাত হয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই অস্থাবর সম্পদগুলো ফ্রিজ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৩ মার্চ একই আদালত সাফিনুল ও তার স্ত্রী সোমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে