ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

এসএসসি পাসে বিমান বাংলাদেশে চাকরির সুযোগ; পদ ৬৬২

২০২৫ এপ্রিল ২৩ ২১:৪৫:৩৯
এসএসসি পাসে বিমান বাংলাদেশে চাকরির সুযোগ; পদ ৬৬২

ডুয়া ডেস্ক: রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৩টি পদে মোট ৬৬২ জনকে নিয়োগ দিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৩ এপ্রিল থেকে, চলবে ১২ মে ২০২৫ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদ ও পদের বিবরণ:পেন্ট্রিম্যান (ক্যাজুয়াল) – ১৬২ জন

যোগ্যতা: এসএসসি পাস

বেতন: দৈনিক ৬৭৫ টাকা + অন্যান্য ভাতা + খাবার

ডিসওয়াসার (ক্যাজুয়াল) – ৮ জন

যোগ্যতা: এসএসসি পাস

বেতন: দৈনিক ৬৭৫ টাকা + অন্যান্য সুবিধা

হাইজিন হেলপার, কিচেন হেলপার, বেকার হেলপার, মেইন্টেন্যান্স হেলপার

পদসংখ্যা: প্রতিটি পদে ১০ থেকে ২৫ জন

যোগ্যতা: এসএসসি পাস

বেতন: ৬৭৫ টাকা দৈনিক + ভাতা ও খাবার

এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (ক্যাজুয়াল) – ১৪০ জন

যোগ্যতা: এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান বিভাগ), ন্যূনতম GPA ৩.০০

বেতন: দৈনিক ৮৭৫ টাকা + ভাতা

সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল) – ১০০ জন

যোগ্যতা: এসএসসি পাস, কর্মঠ ও সুস্বাস্থ্যসম্পন্ন হতে হবে

বেতন: ৮৭৫ টাকা দৈনিক + অন্যান্য সুবিধা

এয়ারক্রাফট ক্লিনার (ক্যাজুয়াল) – ১৬০ জন

যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস

বেতন: দৈনিক ৮৭৫ টাকা + অন্যান্য ভাতা

বয়সসীমা:২৩ এপ্রিল ২০২৫ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি:প্রতি পদে ১১২ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)

আবেদন পদ্ধতি:আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদন শেষ সময়:২২ মে ২০২৫

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে