ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

চীনের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; আছে বিভিন্ন সুযোগ-সুবিধা

২০২৫ এপ্রিল ২৩ ২১:০৪:০১
চীনের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; আছে বিভিন্ন সুযোগ-সুবিধা

ডুয়া ডেস্ক: চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো জিয়াংসু বিশ্ববিদ্যালয়ও বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা ধরনের বৃত্তি প্রদান করে। তেমনই একটি হলো প্রেসিডেনশিয়াল স্কলারশিপ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

বৃত্তির সুযোগ-সুবিধা:প্রোগ্রামের স্তর অনুযায়ী সুবিধাগুলো ভিন্ন ভিন্ন। এর মধ্যে ইংরেজি মাধ্যমে স্নাতক ডিগ্রির ক্ষেত্রে প্রথম বছরে শিক্ষার্থীদের ১০,০০০ চায়নিজ ইউয়ান দেওয়া হবে।

প্রোগ্রামের বিষয়সমূহ:ইঞ্জিনিয়ারিং, বিমা, আর্থিক ব্যবস্থাপনা, অর্থনীতি, হিসাববিজ্ঞান, পরিসংখ্যান, অটোমেশন, বাণিজ্য, ব্যবসা প্রশাসন, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ রয়েছে।

আবেদন যোগ্যতা:- স্নাতক: বয়স ২৫ বছরের কম

- স্নাতকোত্তর: বয়স ৩০ বছরের কম

- পিএইচডি: বয়স ৪০ বছরের কম

প্রয়োজনীয় কাগজপত্র:- বৈধ পাসপোর্টের কপি

- সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ট্রান্সক্রিপ্ট ও সনদ

- ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র

- পারিবারিক আর্থিক বিবরণী

- গবেষণা প্রস্তাব (স্নাতকোত্তর ও পিএইচডির জন্য)

- দুটি সুপারিশপত্র (স্নাতকোত্তর ও পিএইচডির ক্ষেত্রে)

আবেদন প্রক্রিয়া:আগ্রহী শিক্ষার্থীরাএই লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২৫।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্কলারশিপ এর সর্বশেষ খবর

স্কলারশিপ - এর সব খবর



রে