ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সুলতান সালাউদ্দিন টুকু

‘তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলন হয়েছে’

২০২৫ এপ্রিল ২৩ ২০:২৭:১০
‘তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলন হয়েছে’

ডুয়া নিউজ: বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলন হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৩১ দফা নিয়ে রংপুর, নীলফামারী ও সৈয়দপুর সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। অথচ আজ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ, বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে যদি নির্বাচন হয় বিএনপি জয়ী হবে।”

তিনি আরও বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দেশের মানুষ ভোট দিতে পারেনি। দেশে ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হয়েছে কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এই মুহূর্তে দেশের মানুষ নির্বাচন চায়। দেশ পরিচালনার দায়িত্ব কাকে দেওয়া হবে তা জনগণই ঠিক করবে।”

সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে টুকু বলেন, “আওয়ামী লীগের মূলমন্ত্র ছিল উন্নয়ন। আর এখন বলছে সংস্কার আগে পরে নির্বাচন। জাতির সামনে বিএনপি ৩১ দফা দিয়েছে। কই আপনারা তো জাতির সামনে কোনো সংস্কার প্রস্তাব দেন নাই। কাজেই যারা যেভাবেই চিন্তা করেন না কেন আগামী নির্বাচন সঠিক সময়ে দিতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। জনগণের ক্ষমতা জনগণকে দিতে হবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে