ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

২০২৫ এপ্রিল ২৩ ১৮:৫৩:৫৬
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

ডুয়া নিউজ: নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রণী মুখ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের নিচতলার রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ এক অনুষ্ঠান। সেখানেই তিনি ‘নতুন বাংলাদেশ’-এর ভাবনায় প্রতিষ্ঠিত তার নতুন দলের নাম প্রকাশ করবেন।

দলটির নাম হচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’ বলে জানা গেছে। নিসচার ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা গড়তে সক্রিয় ভূমিকা রেখে আসা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর থেকেই তিনি এই সামাজিক আন্দোলনের সূচনা করেন। সময় সময় তাঁকে রাজনীতিতে যোগদানের আহ্বান জানানো হলেও এবারই তিনি সরাসরি রাজনৈতিক ময়দানে পা রাখতে যাচ্ছেন।

সম্প্রতি দেশের রাজনীতিতে নতুন দল গঠনের ধারায় নতুন করে যুক্ত হচ্ছেন ইলিয়াস কাঞ্চনও। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে ১৬টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় এবার রাজনীতির নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে