ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

প্রায় ৭ বছর পর জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

২০২৫ এপ্রিল ২৩ ১৮:০৬:০০
প্রায় ৭ বছর পর জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

ডুয়া ডেস্ক: সবশেষ ২০১৮ সালের ৩ নভেম্বর বাংলাদেশকে টেস্টে হারিয়েছিল জিম্বাবুয়ে। এরপর একাধিকবার মুখোমুখি হলেও নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি রোডেশিয়ানরা। তবে এবার লড়াইয়ের মানসিকতা ও প্রস্তুতি নিয়েই বাংলাদেশে এসেছে বলে জানিয়েছিলেন দলটির অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস। সিলেটে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স করে তার কথাকে বাস্তবে পরিণত করেছে জিম্বাবুয়ের খেলোয়াড়রা।

এর আগে কখনও টেস্টে ১৬২ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিততে পারেনি জিম্বাবুয়ে। তাই সিলেট টেস্ট জিততে হলে তাদের রেকর্ড গড়তেই হতো—এবং সেটাই করেছে রোডেশিয়ানরা। বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে তারা। এই জয়ের মাধ্যমে প্রায় চার বছর পর লাল বলের ক্রিকেটে জয় এবং সাত বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।

সিলেটে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে তোলে ২৭৩ রান, ফলে ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে শান্তর দল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২৫৫ রান। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান। তারা ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

১৭৪ রানের লক্ষ্যে জিম্বাবুয়ের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান শুরুতেই আগ্রাসী ব্যাটিং করেন। বেনেট ছিলেন তুলনামূলক বেশি আক্রমণাত্মক। যদিও ফিফটি থেকে মাত্র ৬ রান দূরে থেকে আউট হয়ে যান কারান (৪৪)। মিরাজের বলে তার বিদায়ে ভাঙে ৯৫ রানের উদ্বোধনী জুটি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও, মিরাজ ও তাইজুলের দারুণ বোলিংয়ের মুখেও হার মানেনি জিম্বাবুয়ে। মিরাজ তুলে নেন দ্বিতীয় ইনিংসে ফাইফারসহ ম্যাচে ১০ উইকেট এবং স্পর্শ করেন টেস্টে ২০০ উইকেটের মাইলফলক। কিন্তু শেষদিকে এনগারাভা ও মাদেভারে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয় এনে দেন।

জিম্বাবুয়ের এই জয় শুধু রেকর্ড গড়া নয়, বাংলাদেশের জন্য এক দুঃখজনক স্মৃতি এবং ভবিষ্যতের জন্য সতর্কবার্তাও।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে