ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি নেই: রিজভী

২০২৫ এপ্রিল ২৩ ১৭:৫৪:১৫
অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি নেই: রিজভী

ডুয়া নিউজ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি নেই। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সেটা আইন-আদালতের ব্যাপার। কিন্তু আপনারা যে অন্তর্বর্তী সরকার, আপনারা কোন আইনের বলে?

আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় বৈশাখী শোভাযাত্রার মোটিফ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, “আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিয়ে কী করবেন? অনেক কথাই বলেন, উপদেষ্টারাও অনেক কথা বলেন যে, তারা রাজনীতি করবে কি করবে না সেটা আইনের ব্যাপার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কোন আইনের বলে? সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছেন সেজন্য, কিন্তু সাংবিধানকিভাবে তো, আইনগতভাবে ভিত্তি নেই।”

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, “আওয়ামী লীগের ভয়ংকর সন্ত্রাসীদের দমন করতে হলে কী ধরনের আইন প্রণয়ন করতে হবে, তা সরকারকে জনগণের কাছে খোলাসা করতে হবে। শেখ হাসিনাকে যারা পাহারা দিয়েছে, দেশের টাকা পাচার করেছে এবং ব্যাংক লুট করেছে, তাদের খুঁজে বের করতে না পারলে মানুষ এ সরকারকে ব্যর্থ বলবে। রিজভীর অভিযোগ, নির্বাচন নিয়েও সরকার টালবাহানা করছে।”

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বৈশাখী আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাতা চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে