ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা না সৃষ্টির অনুরোধ

২০২৫ এপ্রিল ২৩ ১৬:৫৮:৩৬
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা না সৃষ্টির অনুরোধ

ডুয়া ডেস্ক: রাজধানী ঢাকায় রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে কিংবা প্রতিবাদ কর্মসূচির নামে হঠাৎ করেই সড়ক অবরোধ করছেন। এর ফলে ঢাকা মহানগরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের পরিবহনেও মারাত্মক বাধার সৃষ্টি হচ্ছে।

যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারপরও অকারণে সড়ক অবরোধের মতো ঘটনাগুলো ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি করছে।

এই পরিস্থিতিতে, নগরবাসীর বৃহত্তর স্বার্থ এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখার লক্ষ্যে অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ জানানো হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে