ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

‘দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার’

২০২৫ এপ্রিল ২৩ ১৬:৪৩:০৭
‘দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার’

ডুয়া ডেস্ক : চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করতে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে প্রক্রিয়াগত প্রস্তুতি শুরু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তাজুল ইসলাম বলেন, বর্তমানে একটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে মামলার সংখ্যা ও জটিলতা বাড়তে থাকায় আরেকটি ট্রাইব্যুনাল চালু করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে দ্বিতীয় ট্রাইব্যুনাল খুবই জরুরি হয়ে পড়েছে। সরকার এ বিষয়ে ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখন বাস্তবায়নের কাজ চলছে।’

বিশেষ করে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনাগুলো ঘিরে মানবতাবিরোধী অপরাধের বহু অভিযোগ জমা পড়েছে।

প্রসিকিউশন সূত্র জানায়, ওই সময়কার ঘটনার ভিত্তিতে এখন পর্যন্ত ৩০০-র বেশি অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে ৩৯টি অভিযোগের তদন্ত চলমান রয়েছে।

তদন্ত সংস্থার তথ্যমতে— এ পর্যন্ত ২২টি অভিযোগে প্রাথমিকভাবে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের প্রমাণ মিলেছে। এই ২২টি ‘মিস কেসে’ মোট অভিযুক্ত ব্যক্তির সংখ্যা ১৪১। এদের মধ্যে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা এখনো পলাতক, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা চাই, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত ও বিচার কাজ শেষ হোক। এজন্য প্রসিকিউশন ও তদন্ত সংস্থা পুরোদমে কাজ করছে।’

উল্লেখ্য, বর্তমানে এই প্রক্রিয়ায় চিফ প্রসিকিউটরসহ ১৭ জন প্রসিকিউটর দায়িত্ব পালন করছেন। অপরদিকে, তদন্ত কাজে নিয়োজিত আছেন ২৪ জন তদন্ত কর্মকর্তা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে