ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস

২০২৫ এপ্রিল ২৩ ১৫:৫৮:৩৬
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস

ডুয়া ডেস্ক:বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৩ শতাংশে। বুধবার (২৩ এপ্রিল) প্রকাশিত “সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস” শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস তুলে ধরা হয়েছে।

বিশ্বব্যাংকের মতে, রাজনৈতিক অনিশ্চয়তা এবং আর্থিক চাপে দেশের অর্থনীতি মন্থর হয়ে পড়েছে। যদিও ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে (৪ দশমিক ৯ শতাংশ), তবুও এটি পূর্বের তুলনায় কম প্রত্যাশিত।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ায় সামগ্রিক প্রবৃদ্ধিও দুর্বল হতে চলেছে। ২০২৫ সালে অঞ্চলের গড় প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশে নামবে, যা আগের পূর্বাভাসের তুলনায় ০.৪ শতাংশ কম। তবে ২০২৬ সালে এটি কিছুটা ঘুরে দাঁড়িয়ে ৬ দশমিক ১ শতাংশে উন্নীত হতে পারে।

বিশ্বব্যাংক মনে করছে, অর্থনীতির ঝুঁকি মোকাবিলায় রাজস্ব আয় বাড়ানো এখন সময়ের দাবি। কর ব্যবস্থার সংস্কার, কর ফাঁকি রোধ, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং দূষণমূল্য আরোপের মতো পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে:

  • ২০১৯-২০২৩ সালে দক্ষিণ এশিয়ার গড় রাজস্ব আদায় ছিল জিডিপির মাত্র ১৮ শতাংশ, যেখানে অন্যান্য উন্নয়নশীল দেশে তা ছিল ২৪ শতাংশ।

  • কর ব্যবস্থাপনায় ঘাটতি এবং অপ্রাতিষ্ঠানিক খাতের আধিপত্য এ অঞ্চলের রাজস্ব সংগ্রহে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের পরিস্থিতিও কিছুটা চ্যালেঞ্জিং:

  • ভারত: ২০২৪-২৫ অর্থবছরে ৬.৫%, ২০২৫-২৬ এ কিছুটা কমে ৬.৩% প্রবৃদ্ধি।

  • আফগানিস্তান: ২০২৫-২৬ সালে প্রবৃদ্ধি কমে হবে ২.২%।

  • ভুটান: কৃষি খাতে দুর্বলতা সত্ত্বেও ২০২৬ সালে প্রবৃদ্ধি ৭.৬% হতে পারে।

  • মালদ্বীপ: অবকাঠামো উন্নয়ন সত্ত্বেও ঋণ ঝুঁকি রয়েছে।

  • নেপাল: প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে ২০২৪-২৫ সালে প্রবৃদ্ধি কমে ৪.৫%।

  • পাকিস্তান: মুদ্রাস্ফীতি ও বৈদেশিক চাপের মধ্যেও ২০২৫-২৬ এ ৩.১% প্রবৃদ্ধির আশা।

  • শ্রীলঙ্কা: ঋণ পুনর্গঠন প্রক্রিয়ার কারণে ২০২৫ সালে প্রবৃদ্ধি হতে পারে ৩.৫%।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেন,

“অঞ্চলটি এক দশকে একাধিক ধাক্কা সামলেছে। এখনই সময় বাণিজ্য সম্প্রসারণ, কৃষি আধুনিকীকরণ ও বেসরকারি খাতকে শক্তিশালী করার।”

প্রধান অর্থনীতিবিদ ফ্রানজিস্কা ওন্সর্জ বলেন,

“নিম্ন রাজস্ব আয় দক্ষিণ এশিয়ার অর্থনীতির দুর্বলতার মূল কারণ। এটি বৈশ্বিক অনিশ্চয়তার সময় অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে