ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে গৃহবধূকে অপহরণ ও নির্মম নির্যাতন, অভিযুক্ত ৭

২০২৫ এপ্রিল ২৩ ১৩:৪৫:২৫
সিরাজগঞ্জে গৃহবধূকে অপহরণ ও নির্মম নির্যাতন, অভিযুক্ত ৭

ডুয়া নিউজ: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার হাট পাঙ্গাসী ও ভাতারিয়া গ্রামের সাতজনের বিরুদ্ধে এক গৃহবধূকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোছাঃ শিল্পি খাতুন (৩১) সিরাজগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।

শিল্পি খাতুন জানান, প্রায় ১৬ বছর আগে তার বিয়ে হয় অভিযুক্ত মোঃ সোহেল (৩৫)-এর সঙ্গে। তাদের সংসারে রয়েছে দুই সন্তান—সানজিদা খাতুন (১৪) ও হোসাইন (৯)। সম্প্রতি সোহেল ও তার পরিবারের সদস্যরা যৌতুক হিসেবে ২ লাখ টাকা দাবি করে। শিল্পি খাতুন এতে সম্মতি না দেওয়ায় তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হয়।

এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১২ এপ্রিল সকাল ১১টার দিকে স্বামী সোহেল বাঁশের লাঠি দিয়ে এবং অন্যান্য আসামিরা—মোঃ হাবি (২৭), মোঃ সুলতান (৪০), মোহাম্মদ (২৫), হাসিনা খাতুন (৫৮), ও মোঃ সাইদুল (৫০)—হাত দিয়ে মারধর করে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করেন।

এরপর ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তরা তাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে সিরাজগঞ্জ পৌরসভার গোমালা রেলগেট এলাকার মোঃ মনি (৫০)-এর বাড়িতে আটকে রাখে। তিনদিন পর ২২ এপ্রিল দুপুরে পুলিশি অভিযানের মাধ্যমে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ সদরথানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে