ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পেহেলগামে হামলার রেশ আইপিএলে, ৩ নিয়মে পরিবর্তন

২০২৫ এপ্রিল ২৩ ১৩:৩৭:২৩
পেহেলগামে হামলার রেশ আইপিএলে, ৩ নিয়মে পরিবর্তন

ডুয়া ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন, আহত আরও অনেকে। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। জাতীয় এই ট্র্যাজেডির প্রেক্ষিতে আইপিএল কর্তৃপক্ষ নিয়েছে সংবেদনশীল সিদ্ধান্ত—আজকের ম্যাচে বদলানো হয়েছে তিনটি নিয়ম।

আজ (বুধবার) হায়দ্রাবাদে আইপিএলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি রাত ৮টায় শুরু হওয়ার কথা। তবে এই ম্যাচে থাকবে না আইপিএলের চেনা আমেজ। পুরো ম্যাচেই থাকবে শোকের ছাপ।

নীরবতা ও কালো আর্মব্যান্ডে শ্রদ্ধা

ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবেন দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা। সেইসঙ্গে সকলেই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন, যা প্রতীকীভাবে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবে।

চিয়ারলিডার অনুপস্থিত

চিয়ারলিডারদের নাচ ও উল্লাস আইপিএলের অন্যতম আকর্ষণ হলেও আজকের ম্যাচে তাদের মাঠে দেখা যাবে না। ব্যাটসম্যানের চার-ছক্কা বা উইকেটের আনন্দে থাকছে না কোনও চিয়ার শো। এই সিদ্ধান্ত হামলায় নিহতদের প্রতি সম্মান জানাতেই।

বাতিল বাজি ও লাইট শো

প্রত্যেক আইপিএল ম্যাচে ইনিংস ব্রেক ও ম্যাচ শেষে বাজি ও আলোয় ভরপুর প্রদর্শনী থাকে। তবে আজকের ম্যাচে থাকছে না কোনও বাজি ফোটানো বা লেজার শো। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এই আয়োজন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

দেশজুড়ে চলমান শোকাবহ পরিবেশে আইপিএলের এই মানবিক উদ্যোগ দেশবাসীর হৃদয়ে ছুঁয়ে গেছে। খেলাধুলার বাইরেও সামাজিক দায়বদ্ধতার পরিচয় রাখলো ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল কর্তৃপক্ষ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে