ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বিসিবির চাকরি ছাড়তে চান আম্পায়ার সৈকত

২০২৫ এপ্রিল ২৩ ১১:৩০:২৮
বিসিবির চাকরি ছাড়তে চান আম্পায়ার সৈকত

ডুয়া ডেস্ক: আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি, অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বিসিবির অধীনে ঘরোয়া ক্রিকেটে আর দায়িত্ব পালন করতে চান না। বিসিবির টুর্নামেন্টে আম্পায়ারিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এই সিদ্ধান্তের পেছনে মূলত রয়েছে গভীর ক্ষোভ।

সম্প্রতি প্রিমিয়ার লিগে মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়ের সঙ্গে আম্পায়ারদের তুমুল বিতণ্ডা হয়। সেই ম্যাচে সৈকত মাঠে ছিলেন এবং হৃদয়ের সঙ্গে সরাসরি বাকবিতণ্ডায় জড়ান। ঘটনাটির পর হৃদয়কে ২ ম্যাচ নিষিদ্ধ করা হলেও এক ম্যাচ পরই তিনি আবার খেলায় ফেরেন।

মোহামেডান ক্লাব শাস্তি কমানোর জন্য আবেদন করলেও টেকনিক্যাল কমিটি তা নাকচ করে দেয়। এরপর বিসিবির আম্পায়ার্স কমিটি নিয়ম লঙ্ঘন করে হৃদয়ের শাস্তি এক ম্যাচে নামিয়ে আনে—যা সৈকতের কাছে ছিল রীতিমতো অপমানজনক। কারণ আইন অনুযায়ী শাস্তি কমানোর এখতিয়ার কেবল টেকনিক্যাল কমিটি ও সিসিডিএমের।

ঘটনার সূত্রপাত হয়েছিল আবাহনী-মোহামেডান ম্যাচে, যেখানে এলবিডব্লিউ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আম্পায়ারের ওপর চড়াও হন মোহামেডানের খেলোয়াড়রা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন সৈকত কিন্তু তিনিও রেহাই পাননি, হৃদয়ের অখেলোয়াড়সুলভ আচরণে চরম বিরক্ত হন তিনি।

সব মিলিয়ে নিয়ম ভেঙে শাস্তি কমানো এবং আম্পায়ারদের অসম্মান করায় ক্ষুব্ধ হয়ে সৈকত টুর্নামেন্টের মাঝপথেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। আজ বুধবার বিসিবির সঙ্গে এ নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ ঘটনায় বিসিবির ভেতরে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। সৈকতের মতো একজন আন্তর্জাতিক মানের আম্পায়ারকে হারানো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জন্য বড় ধাক্কা হতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে