ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল আপিল বিভাগের

২০২৫ এপ্রিল ২৩ ১১:০২:৪৯
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল আপিল বিভাগের

ডুয়া ডেস্ক: মানি লন্ডারিং প্রতিরোধ আইনে নোবেল বিজয়ী ও সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার অভিযোগ গঠন ও মামলার কার্যক্রম বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। বেঞ্চের সকল বিচারপতি সর্বসম্মতভাবে মামলাটি বাতিলের পক্ষে রায় দেন।

এতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের করা আপিল গ্রহণ করে সর্বোচ্চ আদালত মামলাটি বাতিল করে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

২০২৩ সালের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ ছিল, ড. ইউনূসসহ অন্য আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং অবৈধভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অপরাধ করেছেন।

২০২৪ সালের ১২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন অধ্যাপক ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর পর অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূসসহ সাতজন হাইকোর্টে আবেদন করেন, যা হাইকোর্ট ২৪ জুলাই খারিজ করে দেন।

পরবর্তীতে আপিল বিভাগে আবেদন করেন ড. ইউনূস। শুনানিতে তার পক্ষে বলা হয়, মামলাটি আইনি প্রক্রিয়া ছাড়াই দায়ের ও পরিচালিত হয়েছে, যা অবৈধ। আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আদালতকে জানান, এই মামলা উদ্দেশ্যপ্রণোদিত এবং ড. ইউনূসকে হয়রানি করার জন্যই দায়ের করা হয়েছিল।

তিনি আরও বলেন, “অভিযোগ ছিল শ্রমিকদের টাকা আত্মসাতের, অথচ সেই অর্থ শ্রমিকদের অ্যাকাউন্টেই গেছে। এটি কোম্পানির টাকা ছিল না। ড. ইউনূস বরাবরই বলে আসছেন, তিনি আইনের মাধ্যমে লড়বেন। যদি তিনি দোষী প্রমাণিত হন, তবে আইনের রায় মেনে নেবেন।”

সবদিক বিবেচনায় আপিল বিভাগ মামলার কার্যক্রম বাতিলের আদেশ দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে