ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা

২০২৫ এপ্রিল ২৩ ১০:৩৬:২৪
কুয়েটে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা

ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নিতে বুধবার (২৩ এপ্রিল) সকালে ক্যাম্পাসে যান শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। সকাল পৌনে ১০টার দিকে তিনি কুয়েট ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এরই মধ্যে কুয়েট পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি আজ দুপুরে কুয়েটে আসছে। কমিটির সদস্যরা হলেন: ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। তথ্যটি নিশ্চিত করেছেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম।

এর আগের দিন (২২ এপ্রিল) উপদেষ্টা আবরার মোবাইল ফোনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং গরম আবহাওয়ায় অনশন চালিয়ে যাওয়ার ফলে স্বাস্থ্যঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের আহ্বান জানান।

শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে সরকারের সচেতনতা তুলে ধরে তিনি বলেন, উচ্চপর্যায়ের প্রতিনিধি দল খুব শিগগির কুয়েটে এসে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে চলমান সংকট সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে ছাত্রদল-যুবদল ও শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এরপর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করে।

তবে ১৩ এপ্রিল শিক্ষার্থীরা নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে ফিরে আসেন। পরদিন ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। পাশাপাশি ২ মে হল এবং ৪ মে একাডেমিক কার্যক্রম চালু করার ঘোষণা দেওয়া হয়, যা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে।

এই প্রেক্ষাপটে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে এবং ১৫ এপ্রিল হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। একই সঙ্গে উপাচার্যের অপসারণের দাবিতে একদফা আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে