ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনতে চান গভর্নর

২০২৪ ডিসেম্বর ০৫ ১৩:৫১:০১
মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনতে চান গভর্নর

দেশে বন্যার কারণে বর্তমান বাজারে সবজি ও খাদ্যপণ্যের দাম বাড়তি অবস্থায় রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যার ফলে যতটা ভয়বহ হওয়ার কথা তার চেয়ে কম আছে। সামনে আরও কমে আসবে।

আমাদের লক্ষ্য আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা। এটা কমাতে পারলে আমরা ব্যাংক সুদ ও নীতিগত সুদের হার কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, আমাদের লক্ষ্য আগামী অর্থবছরের মধ্যে ৫ শতাংশে নামানো। আর মূল লক্ষ্য মুদ্রাস্ফীতি ৪-৫ শতাংশে নামিয়ে আনা। আশা করি তা সম্ভব।

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘টিপিং পয়েন্টস অব রিফর্ম অ্যাজেন্ডা ফর দ্যা টার্নঅ্যারাউন্ড অব দ্যা ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক ন্যাশনাল ডায়লগে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. আখতারুজ্জামান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে