ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

টসে হেরে বোলিংয়ে রিশাদের লাহোর কালান্দার্স

২০২৫ এপ্রিল ২২ ২১:২০:২৩
টসে হেরে বোলিংয়ে রিশাদের লাহোর কালান্দার্স

ডুয়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ ছন্দে আছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ধারাবাহিক পারফরম্যান্সে একাদশে জায়গা ধরে রেখেছেন তিনি।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) মুলতান সুলতানের বিপক্ষে লাহোর কালান্দার্সের ম্যাচেও দেখা যাবে তাকে।

টস জিতে মুলতান সুলতান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে বড় ব্যবধানে হেরে পিএসএলের দশম আসর শুরু করেছিল লাহোর। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে জয়ে ফিরেছে তারা। এরপর করাচি কিংসকেও ৬৫ রানে হারায় দলটি।

তিন ম্যাচে দুই জয় নিয়ে চার পয়েন্ট সংগ্রহ করেছে লাহোর কালান্দার্স, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তিনে। বিপরীতে, মুলতান সুলতান এখনো জয়হীন। টানা তিন ম্যাচে হেরে টেবিলের নিচে অবস্থান করছে তারা।

লাহোর কালান্দার্সের আজকের একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, সিকান্দার রাজা, স্যাম বিলিংস, অধিনায়ক শাহিন আফ্রিদি, রিশাদ হোসেন, জামান খান, হ্যারিস রউফ এবং আসিফ আফ্রিদি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে