ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কাশ্মিরে পর্যটকদের ওপর হা'মলা, নিহ'ত ৫

২০২৫ এপ্রিল ২২ ২০:৪০:৪৭
কাশ্মিরে পর্যটকদের ওপর হা'মলা, নিহ'ত ৫

ডুয়া ডেস্ক: একদল পর্যটকের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র বন্দুকধারীরা। এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় সকালের দিকে ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে হামলা ও প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে কাশ্মিরের জ্যেষ্ঠ এক রাজনীতিক জানিয়েছেন।

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি বলেছেন, ‘‘পেহেলগামে পর্যটকদের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যেখানে দুর্ভাগ্যজনকভাবে পাঁচজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।’’

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ জম্মু-কাশ্মির অঞ্চলে ১৯৮৯ সাল থেকে সশস্ত্র বিদ্রোহীরা স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। যদিও পাকিস্তান-শাসিত কাশ্মির আয়তনে ভারত-নিয়ন্ত্রিত অংশের তুলনায় ছোট, তবুও ভারত ও পাকিস্তান উভয় দেশই পুরো কাশ্মিরকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে।

এ ঘটনা প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রবীন্দ্রর রাইনা দেশটির সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘এই কাপুরুষোচিত সন্ত্রাসীরা নিরীহ পর্যটকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে; যারা কাশ্মির ভ্রমণের জন্য এসেছিলেন।’’

তিনি আরও বলেন, ‘‘হামলায় গুরুতর আহত কয়েকজন পর্যটককে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’

দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রায় ৩৫ লাখ পর্যটক কাশ্মির ভ্রমণ করেছেন, যাদের বেশিরভাগই ছিলেন ভারতীয় নাগরিক।

২০২৩ সালে ভারত শ্রীনগরে জি-২০ সদস্য দেশগুলোর অংশগ্রহণে একটি পর্যটন সম্মেলনের আয়োজন করে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বিশ্বকে কাশ্মিরে স্বাভাবিক পরিস্থিতি ও শান্তি ফিরিয়ে আনার বার্তা দেওয়া। তবে ২০১৯ সালে নরেন্দ্র মোদির সরকার কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর অঞ্চলটিতে ব্যাপক দমন-পীড়নের অভিযোগ উঠেছে।

কাশ্মিরে প্রায় পাঁচ লাখ ভারতীয় সেনা স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। ভারত প্রায়ই অভিযোগ করে, কাশ্মিরের বিদ্রোহীদের পেছনে পাকিস্তানের সমর্থন রয়েছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে জানায়, তারা কেবল কাশ্মিরবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংগ্রামে নৈতিক সমর্থন দেয়।সূত্র: এএফপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে