ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ঢাবির সুইমিংপুল সংস্কার ও পুনরায় চালুর দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের

২০২৫ এপ্রিল ২২ ১৯:৩৮:১২
ঢাবির সুইমিংপুল সংস্কার ও পুনরায় চালুর দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল সংস্কার ও পুনরায় চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশাকে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি। এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবীও জানান।

স্মারকলিপি প্রদানকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ৫ টি দাবি তুলে ধরে- দাবিগুলো হলো- সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা; সুইমিংপুলের সংস্কার কার্যাবলি দ্রুত শেষ করে তা পুনরায় চালু করে দেওয়া; সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো আন্তরিক হওয়া; সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট এবং ট্রেইনারের নিয়োগ বাস্তবায়ন করা।

এছাড়াও আরো কয়েকটি দাবিতে উপ-উপাচার্য এর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আব্দুল কাদের। সেগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য সাতার প্রশিক্ষণের ব্যবস্থা করা; বহিরাগতদের কাছে ভাড়া ও সময়সীমা কমিয়ে এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে