ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

প্রান্তিক কৃষকদের জন্য সাউথইস্ট ব্যাংকের বিশেষ আর্থিক সহায়তা

২০২৫ এপ্রিল ২২ ১৭:৩৩:৩৮
প্রান্তিক কৃষকদের জন্য সাউথইস্ট ব্যাংকের বিশেষ আর্থিক সহায়তা

ডুয়া ডেস্ক : কৃষি খাতের টেকসই উন্নয়ন ও প্রান্তিক কৃষকদের উন্নয়নে বিশেষ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ খাতে আর্থিক সহায়তা প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

এই সহায়তার আওতায় কৃষকরা উপকৃত হবেন কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি যন্ত্রপাতি ক্রয়, এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন ব্যাংকের প্রধান কার্যালয়ে, “আশ্রয়” এনজিওর মাধ্যমে প্রান্তিক কৃষকদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি “আশ্রয়” এনজিওর সাথে সমন্বয় করে এই সহায়তা প্রেরণ করেছে।

সহায়তা প্রাপ্ত কৃষকদের পাশাপাশি “আশ্রয়” এনজিওর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ড. মোঃ আহ্সান আলী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরী; ইভিপি ও কোম্পানি সেক্রেটারি মামুনুর রশীদ, এফ সি এস; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড সি এস আর বিভাগের প্রধান মো: মুশফিকুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংকের এই বিশেষ সিএসআর তহবিল প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক অগ্রগতিতে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে