ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের বিষয় পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

২০২৫ এপ্রিল ২২ ১৬:৫৯:২৩
হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের বিষয় পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

ডুয়া ডেস্ক: গণহত্যা ও গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদান করা সম্মানসূচক আইন ডিগ্রি বাতিলের বিষয়ে পুনর্মূল্যায়ন করছে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (ANU) সম্মানসূচক কমিটি ১৯৯৯ সালে শেখ হাসিনাকে প্রদান করা ‘ডক্টরেট অব ল’ ডিগ্রির বৈধতা ও প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পর্যালোনা শেষ হওয়ার পরই জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েকদিন পরই অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের এই ঘোষণাটি আসে।

২০২৪ সালের জুলাইয়ে দেশের গণআন্দোলনের সময় সহিংস দমন-পীড়নে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। ওই ঘটনার পর ব্যাপক গণবিক্ষোভের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন। মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগের ভিত্তিতে জাতিসংঘের এক প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে ১৪ শতাধিক মানুষকে হত্যা বা হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) জানিয়েছে, ‘ডিগ্রি বাতিলের মতো ঘটনা তাদের সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি। এমন কোনও পদ্ধতিগত নজিরও এখন পর্যন্ত বিদ্যমান নেই। তবে বিশ্ববিদ্যালয় বর্তমানে এই ধরনের সিদ্ধান্তের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে কাজ করছে।’

অন্যদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের পুলিশ ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে। রেড নোটিশের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত ও প্রাথমিকভাবে আটক করার অনুরোধ জানানো হয়, যাতে পরবর্তীতে তাকে নিজ দেশে প্রত্যাবর্তন করানো সম্ভব হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে