ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ কাল

২০২৫ এপ্রিল ২২ ১৬:২৫:১৭
শেয়ারবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ কাল

ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজারে লাগাতার দরপতনে পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। গত বছরের জুলাই-আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাজারে স্থিতিশীলতা ফেরার আশায় নতুন করে সক্রিয় হলেও দীর্ঘ আট মাসেও বাজারে আশানুরূপ গতি না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

এই প্রেক্ষাপটে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ) বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিসিএমআইএ’র সমন্বয়ক ও মুখপাত্র মো. নুরুল ইসলাম মানিক মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে জানান, শেয়ারবাজারে টানা দরপতনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ দাবি জানানো হবে এই বিক্ষোভ থেকে।

সংগঠনের পাঠানো বিবৃতিতে বলা হয়, "বর্তমান পরিস্থিতিতে সকল বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের প্রতি এই প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।"

এর আগে গত ১৫ এপ্রিল সাধারণ বিনিয়োগকারীরা বিএসইসি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে