ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পতনের বৃত্তে আটকে আছে শেয়ারবাজার

২০২৫ এপ্রিল ২২ ১৫:৩৬:৪৩
পতনের বৃত্তে আটকে আছে শেয়ারবাজার

ডুয়া নিউজ :আজ মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দিয়ে লেনদেন হয়েছে। পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া বাজার পতনের ধারা এখনও অব্যহত রয়েছে।

এই সাত কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক থেকে হারিয়েছে ১৭৮ দশমিক ৬৬ পয়েন্ট। আজ ডিএসই এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি সূচকের পতন হয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ২৭ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ২৬ দশমিক ৫৭ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ২৯ দশমিক ৫২ পয়েন্ট।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৪ দশমিক ৬৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৫২ পয়েন্ট কমেছে।

আজ সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে ৩৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ৪ লাখ টাকার। অর্থাৎ ১৮ কোটি ৭৬ লাখ টাকা কমেছে লেনদেন।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৯টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৩৬ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৪টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫ দশমিক ৩৬ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৬২ দশমিক ৬৮ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে