ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সংস্কার ও নির্বাচন মুখোমুখি করার দরকার নেই : দুদু

২০২৫ এপ্রিল ২২ ১৫:১৩:১২
সংস্কার ও নির্বাচন মুখোমুখি করার দরকার নেই : দুদু

ডুয়া ডেস্ক: নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করার প্রয়োজন নেই, কারণ এটি একটি চলমান প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “এটি নদীর স্রোতের মতো—প্রবাহমান। সময় ও প্রেক্ষাপটের সঙ্গে মানুষ নিজেকে আপডেট করে।”

সোমবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম পৌর শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রথমে বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন হবে। পরে রাতারাতি প্রেস নোট দিয়ে জানানো হয় জুনে নির্বাচন হবে। আমরা চাই যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন হোক—এর জন্য আন্দোলনের দরকার নেই।”

শামসুজ্জামান দুদু আরও জানান, “৩১ দফা বিএনপির একক কোনো প্রস্তাব নয় বরং এটি দেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি সমন্বিত রূপরেখা। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে তা এই দফাগুলোর মধ্যেই বিস্তারিত উল্লেখ রয়েছে।”

প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন এবং কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান।

কর্মশালায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৬০০ নেতাকর্মী অংশ নেন। বিকাল সাড়ে ৪টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি কর্মশালায় যুক্ত হবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে