ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কুয়েটে অনশনরত তিন শিক্ষার্থী অসুস্থ, ক্ষোভ

২০২৫ এপ্রিল ২২ ১৪:৪৪:২০
কুয়েটে অনশনরত তিন শিক্ষার্থী অসুস্থ, ক্ষোভ

ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান অনশন কর্মসূচিতে অংশ নেওয়া তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আন্দোলনকারীরা।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন— এমটিই বিভাগের ২৩ ব্যাচের সিয়াম হাসান, ২২ ব্যাচের মাশরাফি বিন মঞ্জু লাবিব এবং সিএসই বিভাগের ২১ ব্যাচের ফারিব সিদ্দিক।

প্রথমে সিয়াম হাসান ডিহাইড্রেশনে আক্রান্ত হন এবং তাকে স্যালাইন দেওয়া হয়। পরে দুপুর দেড়টার দিকে একই কারণে অসুস্থ হয়ে পড়েন মাশরাফি বিন মঞ্জু লাবিব, তাকেও তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। এরপর দুপুর ১টা ৪০ মিনিটে নামাজ পড়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন ফারিব সিদ্দিক। তার আগে থেকে লিভারজনিত সমস্যা ছিল এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি দীর্ঘসময় না খেয়ে থাকতে পারেন না। তাকে মেডিকেল সেন্টারে নিয়ে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত দুর্বলতা ও না খেয়ে থাকার ফলে এসব সমস্যা দেখা দিচ্ছে।

আন্দোলনরত ১৯ ব্যাচের শিক্ষার্থী তৌফিক এলাহি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইন্টেরিম সরকারের স্বার্থ কী? একদিন পেরিয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা একে একে অসুস্থ হয়ে পড়ছে। সরকার কি লাশ পড়া পর্যন্ত অপেক্ষা করবে?”

তিনি আরও বলেন, "প্রতিটি ঘণ্টায় একজন করে অসুস্থ হচ্ছে, আর সরকার নিশ্চুপ। এটা মেনে নেওয়া যায় না।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: কুয়েট অনশন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে