ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আর্থনা শীর্ষ সম্মেলনে সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের পথ দেখালেন ড. ইউনূস

২০২৫ এপ্রিল ২২ ১৪:৩২:৩৮
আর্থনা শীর্ষ সম্মেলনে সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের পথ দেখালেন ড. ইউনূস

ডুয়া ডেস্ক: বিশ্ব নানা সংকটে জর্জরিত এই সময়ে আমাদের দায়িত্ব হলো আগামী প্রজন্মের জন্য একটি টেকসই, সবুজ, জ্ঞাননির্ভর ও উদ্ভাবনী পৃথিবী গড়ে তোলা—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় আয়োজিত আর্থনা শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, “আজকের তরুণরাই এই গ্রহের উত্তরাধিকারী। আমরা যেন তাদের পেছনে ফেলে না যাই। আমি বারবার দেখেছি, যুবসমাজের মধ্যে রয়েছে রূপান্তরের অসাধারণ শক্তি—যা নাগরিক জাগরণ ও জনগণের ক্ষমতায়নকে ত্বরান্বিত করতে পারে।”

দোহায় পৌঁছানোর পর কাতার সরকারের পক্ষ থেকে ড. ইউনূসকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এই সফরে গিয়েছেন ড. ইউনূস। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে