ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইবির প্রশাসনিক ভবন অবরোধ

২০২৫ এপ্রিল ২২ ১৪:২০:০৩
বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইবির প্রশাসনিক ভবন অবরোধ

ডুয়া ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন করার দাবিতে প্রশাসনিক ভবন আটকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেছে বিভাগটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টার পর থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।

আন্দোলকারীদের শিক্ষার্থীদের দাবি, দুপুর ২টার মধ্যে এক্সপার্ট কমিটির রিপোর্ট সাবমিট করে ২৪ ঘণ্টার মধ্যে জরুরি সিন্ডিকেট সভা ডাকতে হবে। একইসঙ্গে সিন্ডিকেটে বিভাগের নাম পরিবর্তন করে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে হবে।

তারা জানান, সেশনজট নিরসনে বিভাগে নানা কেলেঙ্কারিতে অভিযুক্ত শিক্ষকদের একাডেমিক কমিটি ও অভিযোগ আনয়নকারী সকল ব্যাচের পরীক্ষা কমিটি থেকে বহিষ্কার করে দুপুর ২টার মধ্যে নতুন কমিটি তৈরি করতে হবে। বিভাগের সকল পরীক্ষা দ্রুত সচল ও একাডেমিক জটিলতা দূর করতে হবে।

জানা গেছে, বিভাগটি চালুর পর থেকে বিভাগের নাম ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রসপেক্টাসে এই নাম দেয়া হলেও ভর্তির পর শিক্ষার্থীরা জানতে পারেন বিভাগের নাম জিওগ্রাফি এন্ড এনভাইরনমেন্ট।

শিক্ষার্থীদের দাবি, তিন বছর আগে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তাদের অজান্তে স্বাক্ষর নিয়ে বিভাগের নাম পরিবর্তন করা হয়। পরবর্তীতে বিষয়টি জানার পর দীর্ঘদিন ধরে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলন করা হলেও তা বাস্তবায়ন হয়নি। চূড়ান্তভাবে নাম পরিবর্তনের বিষয়টি সুরাহা না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে