ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ফের ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা

২০২৫ এপ্রিল ২২ ১২:৪৮:২১
ফের ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা

ডুয়া ডেস্ক: রাজধানীতে আবারও মুখোমুখি অবস্থানে গেল ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উত্তেজনার সূত্রপাত হয়, যা পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় রূপ নেয়।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, সোমবার ধানমন্ডি এলাকায় কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে একদল অজ্ঞাত যুবক। তাদের মধ্যে একজন সিটি কলেজের ছাত্র বলে সন্দেহ করছেন তারা। পুরনো বিরোধের জের ধরেই এই হামলা হয়েছে বলেও অভিযোগ তাদের।

তারা আরও জানান, আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এরই প্রতিবাদে আজ তারা সিটি কলেজের সামনে জড়ো হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, সিটি কলেজের সামনে একত্রিত হয়ে ঢিল ছোড়া শুরু করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেসময় পরিস্থিতি ঠাণ্ডা রাখতে কলেজ কর্তৃপক্ষ হস্তক্ষেপের চেষ্টা করলেও উত্তেজনা নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৫ এপ্রিল সায়েন্সল্যাব মোড়ে দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষ তখনও ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিএমপির রমনা বিভাগ ও নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

পরিস্থিতি ফের উত্তপ্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে