ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সিলেট টেস্ট : বৃষ্টিতে ভেসে গেল প্রথম সেশন, খেলা শুরু হবে যখন

২০২৫ এপ্রিল ২২ ১২:৩৩:০৭
সিলেট টেস্ট : বৃষ্টিতে ভেসে গেল প্রথম সেশন, খেলা শুরু হবে যখন

ডুয়া ডেস্ক: সিলেট টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টির ব্যাঘাতে সময়মতো মাঠে গড়ায়নি খেলা। টানা বৃষ্টির কারণে প্রথম সেশন পুরোপুরি ভেস্তে গেছে। বাংলাদেশ বর্তমানে জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে রয়েছে দ্বিতীয় দিনের খেলা শেষে।

আজকের (তৃতীয় দিন) খেলা শুরু হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা থেকে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মাঠে নামার কথা থাকলেও, খেলার সূচিতে বাধা হয়ে দাঁড়ায় বৈরী আবহাওয়া। সকাল থেকেই সিলেটের আকাশে ছিল ঘন মেঘের আনাগোনা, আর তারই সাথে শুরু হয় বৃষ্টি। এতে করে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি।

বৃষ্টির কারণে তৃতীয় দিনের প্রথম সেশন বাতিল হয়। তবে লাঞ্চ বিরতির পর দুপুর ১টায় দ্বিতীয় সেশন শুরু হবে এবং চলবে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ২০ মিনিট চা-বিরতির পর বিকেল ৩টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে তৃতীয় সেশনের খেলা।

এর আগে দ্বিতীয় দিনে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে (৫ উইকেট) প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। এতে ৮২ রানের লিড পায় সফরকারীরা। এরপর দিন শেষে ১৩ ওভার ব্যাট করে ৫৭ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ, যেখানে তারা এখনও ২৫ রানে পিছিয়ে।

দিনের শুরুতেই উইকেট হারায় টাইগাররা। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। মাহমুদুল হাসান জয় মাত্র ৬ রানে থাকতে জীবন পান জিম্বাবুয়ের উইকেটরক্ষকের ক্যাচ মিসে। সেই সুযোগ কাজে লাগিয়ে জয় ও মুমিনুল হক গড়েন গুরুত্বপূর্ণ জুটি। মাত্র ১০ ওভারে দলীয় অর্ধশতক আসে। দিন শেষে জয় ৪২ বলে ২৮ রান এবং মুমিনুল ২৬ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিনে টাইগারদের কাছে ভালো শুরু ধরে রেখে লিড নেওয়ার চ্যালেঞ্জ থাকছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে