ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কবে হচ্ছে ডাকসু নির্বাচন? সর্বশেষ যা জানা গেল

২০২৫ এপ্রিল ২২ ১০:১৫:৫২
কবে হচ্ছে ডাকসু নির্বাচন? সর্বশেষ যা জানা গেল

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঈদুল আজহার পরে অর্থাৎ আগামী মে মাসের শেষ দিকে কিংবা জুনের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ১৫ এপ্রিল নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে। মে মাসের মাঝামাঝি নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে প্রক্রিয়া শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, গণতান্ত্রিক চেতনার প্রতিফলন হিসেবে ডাকসু নির্বাচন আয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের অঙ্গীকার। ডিসেম্বর থেকেই প্রস্তুতি চলেছে এবং নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, শিক্ষার্থীদের ৯০ শতাংশ ডাকসু নির্বাচন চান এবং প্রশাসনও কাজ করে যাচ্ছে। গঠনতন্ত্র ও আচরণবিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে।

তবে সুনির্দিষ্ট তারিখ না জানানোয় হতাশা প্রকাশ করেছে ছাত্রসংগঠনগুলো। তাদের দাবি, দ্রুত দিন-তারিখ ঘোষণা করতে হবে। নতুবা আন্দোলনের কর্মসূচিতে যেতে বাধ্য হবে তারা।

সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ, যার মেয়াদ শেষ হয় ২০২০ সালের মার্চে। তারপর থেকে দীর্ঘ ৫ বছর নির্বাচন হয়নি। এ সময় অন্যান্য নির্বাচনী কার্যক্রম নিয়মিত হলেও ডাকসু নির্বাচন স্থবির হয়ে ছিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কমিশন গঠনের পর ভোটার তালিকা চূড়ান্ত করা হবে এবং তারপর নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে