ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

এনআইডি লক: যেসব সেবা পাবেন না শেখ হাসিনাসহ ১০ জন

২০২৫ এপ্রিল ২১ ২২:২৮:১৪
এনআইডি লক: যেসব সেবা পাবেন না শেখ হাসিনাসহ ১০ জন

ডুয়া নিউজ: ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

আজ সোমবার (২১ এপ্রিল) শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক (শেখ রেহানা), টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিকের এনআইডি লক করা হয়। এর পর থেকেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, এনআইডি লকড বা স্থগিত হলে একজন ব্যক্তি কী কী সেবা থেকে বঞ্চিত হবেন।

জানা গেছে, দেশে ২২ ধরনের সেবা পাওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রয়োজন। এর মধ্যে রয়েছে—আয়করদাতা শনাক্তকরণ নম্বর পাওয়া, শেয়ার আবেদন ও বিও হিসাব খোলা, ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়ন, ট্রেড লাইসেন্স, পাসপোর্ট করা ও নবায়ন, যানবাহন রেজিস্ট্রেশন, চাকরির আবেদন, বিমা স্কিমে অংশগ্রহণ, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন, ব্যাংক হিসাব খোলা, নির্বাচনে ভোটার শনাক্তকরণ, ব্যাংক ঋণ, গ্যাস-পানি-বিদ্যুতের সংযোগ, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, এবং টেলিফোন ও মোবাইল সংযোগের জন্য এনআইডি প্রয়োজন।

এছাড়াও কেউ সরকারি ভর্তুকি, সাহায্য ও সহায়তা নিতে চাইলেও জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন। এসব বাদেও ই-টিকেটিং, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, আসামি ও অপরাধী শনাক্তকরণ, বিজনেস আইডেনটিফিকেশন নম্বর পাওয়া এবং সিকিউরড ওয়েব লগইন করার ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রয়োজন।

যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত বা লক করা হয়, তারা এসব সেবা থেকে বঞ্চিত হন। সুতরাং, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এসব সুবিধা পাবেন না। তবে, তাদের ক্ষেত্রে এনআইডি স্থগিত হওয়ার কারণে খুব বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ তারা বর্তমানে কেউই দেশে নেই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে