ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে প্রত্যাখান করলেন সারজিস আলম

২০২৪ ডিসেম্বর ২৪ ১৯:০৪:২২
ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে প্রত্যাখান করলেন সারজিস আলম

ডুয়া ডেস্ক: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩০ হাজার করার সিদ্ধান্তকে প্রত্যাখান করেছেন। এটা অন্তত ৪০ হাজার অথবা ৯ম গ্রেড সমমান হওয়া উচিত বলে তিনি মনে করেন।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নিজ ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানান তিনি।

ওই পোস্টে তিনি লিখেন, দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তারদের ভাতা মাত্র ৩০ হাজার টাকা কখনোই যৌক্তিক হতে পারে না। এটা অন্তত ৪০ হাজার অথবা ৯ম গ্রেড সমমান হওয়া উচিত।

তিনি আরও বলেন, ‘কোথায় কখন কতটুকু ইনভেস্ট করতে হবে সেটা যতদিন আমরা না বুঝবো ততদিন দেশের প্রত্যাশিত উন্নতি সম্ভব না। এই সিদ্ধান্ত প্রত্যাখান করছি।’

এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২৫ হাজার থেকে ৩০ হাজার করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে