ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মায়ের কোল থেকে পড়ে কাভার্ড ভ্যানের নিচে শিশু

২০২৫ এপ্রিল ২১ ১৯:৪৬:৫৬
মায়ের কোল থেকে পড়ে কাভার্ড ভ্যানের নিচে শিশু

ডুয়া নিউজ: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে দুই অটো ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে আড়াই বছরের শিশু আলেয়া। শিশুটিকে তার মা তুলে নেওয়ার আগেই একটি কাভার্ড ভ্যান এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়।

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। মাহমুদ সেনাবাহিনীতে চাকরি করেন।

শিশুটির দাদা শাহজাহান মিয়া বলেন, “মাহমুদ মিয়ার স্ত্রী দুপুরে ব্যাটারিচালিত ভ্যানে করে পলাশবাড়ীর আলহামরায় বাস কাউন্টারে যাচ্ছিলেন। এ সময় শিশু আলেয়া তার মায়ের কোলে ছিল। বাস কাউন্টার থেকে আলেয়ার বাবা কর্মস্থল সিরাজগঞ্জে যাওয়ার কথা ছিল। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় বেপরোয়া গতির অপর একটি অটো ভ্যান আলেয়া ও তার মাকে বহনকারী ভ্যানে সামনে থেকে ধাক্কা দেয়। এতে কোল থেকে সড়কে ছিটকে পড়ে আলেয়া। এ সময় গাইবান্ধাগামী একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলেয়া নিহত হয়।”

এ বিষয়ে পলাশবাড়ী থানার উপরিদর্শক (এসআই) মো. জুলিয়াস বলেন, “ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে