ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নেপালে সাউথ এশিয়ান ইউরোলজি সম্মেলনে বাংলাদেশী বিশেষজ্ঞদের সর্বাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন

২০২৫ এপ্রিল ২১ ১৮:০৮:১৭
নেপালে সাউথ এশিয়ান ইউরোলজি সম্মেলনে বাংলাদেশী বিশেষজ্ঞদের সর্বাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন

ডুয়া ‍নিউজ: হিমালয়ের কন্যা হিসেবে পরিচিত নেপালে অনুষ্ঠিত হয়েছে ‘নেপাল অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস’-এর দশম বৈজ্ঞানিক সম্মেলন UROCON-২০২৫ এবং সাউথ এশিয়ান ইউরোলজিক্যাল সার্জনস (SAUSCON)-এর চতুর্থ সম্মেলন।

গত ৪ ও ৫ এপ্রিল দেশটির রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই সম্মেলনে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফ্রান্স, চীন, ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত ইউরোলজিস্টরা অংশগ্রহণ করেন। এতে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস’-এর নেতৃত্বে প্রবীণ ও নবীন মিলে অর্ধশতাধিক ইউরোলজিস্ট অংশ নেন।

নেপালে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ৭৩ বিশেষজ্ঞ

তাদের নেতৃত্বে সম্মেলনে কিডনি, টিউমার, পাথরসহ ইউরোলজিক্যাল আধুনিক সেবা বিষয়ে ১৪টি প্রবন্ধ উপস্থাপন করা হয়, যেগুলো বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয়।

উক্ত সম্মেলনে বাংলাদেশ থেকে নেতৃত্ব দেন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (BAUS)’র আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমান এবং সদস্য সচিব ও ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

উল্লেখ্য, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-ডুয়া’র অন্যতম সদস্য।

নেপালে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ৭৩ বিশেষজ্ঞ

সম্মেলনে ‘সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশনস অব ইউরোলজিক্যাল সার্জনস’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পাকিস্তানের প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডা. হামাদ আখতার প্রেসিডেন্ট এবং ভারতের প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডা. রাজিব টিপি সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।

কমিটিতে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অব ইউরোলজিক্যাল সার্জানস-এর সদস্য সচিব ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে ফিন্যান্স সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়। বাংলাদেশ থেকে সর্বপ্রথম তিনিই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নেন। যা বাংলাদেশের জন্য একই সঙ্গে গর্ব ও সম্মানের।

এ সময় পরবর্তী তথা ৫ম ‘সাউথ এশিয়ান কংগ্রেস’ ২০২৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে