ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

যে কারণে নির্বাচনে অংশ নেননি নাসিম

২০২৫ এপ্রিল ২১ ১৭:০১:৩৫
যে কারণে নির্বাচনে অংশ নেননি নাসিম

ডুয়া ডেস্ক : অভিনেতা আহসান হাবীব নাসিম ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের টানা তিনবার নির্বাচিত শীর্ষ নেতা ছিলেন। সংগঠনটির এবারের নির্বাচনে অংশ নেননি তিনি।

সম্প্রতি সংগঠনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরপরই নির্বাচনে অংশ না নেয়ার কারণ জানিয়েছেন এ অভিনেতা।

রোববার (২০ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে সংগঠনের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন আহসান হাবীব নাসিম।

পোস্টে তিনি লিখেছেন, ‘২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত অভিনয়শিল্পী সংঘে পর পর দুইবার সাধারণ সম্পাদক এবং একবার সভাপতি নির্বাচিত হয়ে সব শিল্পীর সার্থ রক্ষার জন্য বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করেছি।’

তিনি লিখেছেন, ‘অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক, ডিওপি, লাইট গ‍্যাফার, মেকাপ আর্টিস্ট, প্রোডাকশন বয়-ম‍্যনেজার, বিনোদন সাংবাদিক সহ অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে একটি সুস্থ-সুন্দর শুটিং পরিবেশ তৈরি, শিল্পীর নিরাপত্তা, সামাজিক মর্যাদাসহ বিভিন্ন বিষয়ে কাজ করতে গিয়ে কিছু সফলতা এসেছে।’

তিনি আরও লিখেছেন, ‘কিছু ক্ষেত্রে যে ভুল-ত্রুটি হয়েছে, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। খুব সচেতন থেকেছি, যাতে পদের চেয়ার মুখ‍্য হয়ে না ওঠে। তাই এবার নির্বাচন থেকে বিরত থেকেছি। এই দীর্ঘ কর্মযাত্রায় সহযোগিতার জন্য সব শিল্পী, অভিনয় সংশ্লিষ্ট সব সংগঠন ও বিনোদন সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

পোস্টের শেষদিকে সহকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে আহসান হাবীব নাসিম লিখেছেন, ‘তিনটি নির্বাহী কমিটির সব সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই। ২০২৫-এর নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, সবার প্রতি ভালোবাসা, যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন। নতুন উদ্যমে এগিয়ে যাক অভিনয়শিল্পীদের ভরসার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।’

গত ১৯ এপ্রিল অভিনয়শিল্পী সংঘের তিন বছর মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৩১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। আর ৩৬৭ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে