ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি

৩০ শতাংশ কোটা বাতিল ও অটো এমপিও চালুর দাবি

২০২৫ এপ্রিল ২১ ১৫:৫৭:১১
৩০ শতাংশ কোটা বাতিল ও অটো এমপিও চালুর দাবি

ডুয়া ডেস্ক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর আসন্ন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৩০ শতাংশ নারী কোটা বাতিল করে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে ১৮তম নিবন্ধনের ভাইভা প্রার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) এনটিআরসিএ চেয়ারম্যানের বরাবর স্মারকলিপি দিয়ে তারা এ দাবি জানান। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার হলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো ৩০ শতাংশ নারী কোটা বহাল রাখা হয়েছে, যা বৈষম্য তৈরি করছে এবং মেধাভিত্তিক নিয়োগকে বাধাগ্রস্ত করছে।

ভাইভা প্রার্থীরা জানান, ৫ম গণবিজ্ঞপ্তির সময় ২৮ হাজার নারী কোটার বিপরীতে মাত্র ১০ হাজার পদ পূরণ হয়েছিল। এতে বহু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দেখা দেয়। তারা আশঙ্কা প্রকাশ করেন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে।

প্রার্থীদের দাবি, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে নারী কোটাসহ সব ধরনের কোটা বাতিল করে মেধা-ভিত্তিক (৯৩ শতাংশ) নিয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়া দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ, অটো এমপিও চালু এবং বদলি কার্যক্রম শুরুর আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিও জানানো হয়।

স্মারকলিপিতে তারা বলেন, "আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। তাই বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কোটাভিত্তিক নয়, মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে