ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ মঙ্গলবার

২০২৫ এপ্রিল ২১ ১৫:৩৪:১৪
কুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ মঙ্গলবার

ডুয়া নিউজ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল ২২ এপ্রিল (মঙ্গলবার) প্রকাশ করা হবে।

সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘সি’ ইউনিটের ফলাফল ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। তবে বিদ্যুৎ সমস্যার কারণে ‘এ’ ইউনিটের ফল প্রস্তুতে কিছুটা বিলম্ব হয়েছে। দুই ইউনিটের ফলাফল একসঙ্গে আগামীকাল প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটে ১২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৯ হাজার ৯৫২ জন, যার মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৬৪৬ জন। উপস্থিতির হার ছিল ৭৬.৮৩ শতাংশ। অন্যদিকে ‘এ’ ইউনিটে ৩০টি কেন্দ্রে ৩২ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২১ হাজার ৯৯৯ জন। এ ইউনিটে উপস্থিতির হার ছিল ৬৭.৫৩ শতাংশ।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সকালে ‘সি’ ইউনিট এবং বিকেলে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে