ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার: সূচকের পতন, সামান্য বেড়েছে লেনদেন

২০২৫ এপ্রিল ২১ ১৫:৩০:৩৫
শেয়ারবাজার: সূচকের পতন, সামান্য বেড়েছে লেনদেন

ডুয়া নিউজ : আজ সোমবার (২১ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দিয়ে লেনদেন হয়েছে। তবে আগের কর্মদিবসের তুলনায় লেনদেনে কিছুটা উথ্থান দেখা গেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৫২ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ৪৪ দশমিক ৮৫ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ২২ দশমিক ৯৫ পয়েন্ট।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৮ দশমিক ৮৮ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ১৪ পয়েন্ট কমেছে।

আজ সূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আজ ডিএসইতে ৩৫৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৮ লাখ টাকার। অর্থাৎ ৭ কোটি ৯৬ লাখ টাকা বেড়েছে লেনদেন।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৩টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৫ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৫ দশমিক ২৬ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৬১ দশমিক ১২ পয়েন্ট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে