ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঢাবিতে ছাত্রদলের মানববন্ধন

২০২৫ এপ্রিল ২১ ১৫:২৩:৩৪
ঢাবিতে ছাত্রদলের মানববন্ধন

ডুয়া ডেস্ক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “পারভেজ ছাত্রদলের একজন সাহসী কর্মী এবং গণঅভ্যুত্থানের অগ্রসেনানী ছিল। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার আমরা অবশ্যই চাই। আর ভবিষ্যতে ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে তা আর মেনে নেওয়া হবে না।”

তিনি বলেন, “দেশনেতা তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার পুনরুদ্ধার করব এবং অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি সামাজিক প্ল্যাটফর্ম, যেখানে আমরা দলমত নির্বিশেষে যুক্ত হয়েছিলাম। কিন্তু বর্তমানে এর নাম ব্যবহার করে অগণতান্ত্রিক কর্মকাণ্ড চালানো হচ্ছে—আমরা তাদের হুঁশিয়ার করছি।”

ঢাবি ছাত্রদলের সভাপতি নাহিদ ইসলামকে উদ্দেশ করে বলেন, “তিনি অভিযোগ করেন ছাত্রদল নাকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নিয়েছে অথচ তিনি নিজেই নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিজের চারপাশে সুবিধাভোগী গড়ে তুলেছেন। এখন যারা সরকারি পদে বসছে তারাও সেই একই ফ্যাসিস্ট শক্তির অংশ।”

তিনি আরও বলেন, “৭১-এর পরাজিত শক্তি ও ২৪-এর নির্বাচনী ব্যর্থতাগ্রস্ত শক্তি আজ একজোট হয়ে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। আমরা ব্যানার ছেঁড়া, গেস্টরুমের নামে নির্যাতন সব কিছুর প্রতিক্রিয়ায় ধৈর্য ধরেছি কিন্তু সহিষ্ণুতারও একটা সীমা আছে।”

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “৫ আগস্টের ঘটনার পর সত্যিকার অর্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সময় এসেছে। বিভ্রান্তিমূলক হেডলাইন দিয়ে নয়, সঠিক তথ্য উপস্থাপন করুন। আমরা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই।”

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “বৈষম্যবিরোধী ব্যানার ব্যবহার করে ছাত্রলীগকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। এটি বন্ধ না হলে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হব।”

তিনি বলেন, “পারভেজের হত্যাকাণ্ডের মাধ্যমে আবারও ৫ আগস্টের আগের সহিংসতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে দুর্বলতা ভাবলে তারা ভুল করবে।”

তিনি আরও বলেন, “সরকারি কোনো দপ্তরে অনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের স্থান নেই। তারা দ্রুত পদত্যাগ না করলে ছাত্রসমাজ প্রতিবাদে মুখর হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন ও শামিম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন প্রমুখ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে